আলমগীর হোসেন: জে এইচ সুমনের সভাপতিত্বে নুসরত জাহান সোনিয়ার উপস্থাপনয় প্রধান অতিথি হিসেেবে উপস্থিত ছিলন বরিশাল জম জম নার্সিং কলেজের চেয়ারম্যান জনাব সাজ্জাদ উল হক।বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কবি ও বিশিষ্ট রাজনীতিবিদ লিকা পারভীন, আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম। কবি জিল্লুর রহমান, কবি সেলিম , শিক্ষক খাদিজা পারভীন, কবি কাজল হোসেন, সংগঠনের বিভাগীয় মহিলা সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন রুবি, ও অন্যান্য কবি সাহিত্যেক বৃন্দ । পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবীবি লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হন এবং বক্তব্য শেষে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির বরিশাল বিভাগের সম্পাদক শিক্ষক – কবি – গীতিকার সাধারণমোঃ আলমগীর হোসেন। অনন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন – লিকা পারভীন, মোঃ রফিকুল ইসলাম, খাদিজা পারভীন, প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, লাইফস্টাইল, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সম্পাদকীয়, সাব-লিড, সাহিত্য, স্বাস্থ্য