চুরি করতে এসে আম এবং ছালা দুটিই হারালো এক চোর। সন্ধ্যা রাতে দুই হাজার টাকা ব্যাটারি চুরি করতে পাঁচ লক্ষ টাকা দামের সিএনজি হারালো সে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডস্থ থানা কাউন্সিল সংলগ্ন এলাকায়।পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘সিএন্ডবি রোড সংলগ্ন নীলয় ভবনে একটি ইজিবাইক এর ব্যাটারি চার্জ হচ্ছিলো। এসময় এলপি গ্যাস চালিত একটি সিএনজি’র চালক তার গাড়িটি দাঁড় করিয়ে রেখে ইজিবাইকের ব্যাটারি চুরি করছিলো।ব্যাটারি নিয়ে যাবার সময় স্থানীয়রা দেখে ফেলে চোর চোর বলে ধাওয়া করেন। এসময় জীবন বাঁচাতে ওই চোর ব্যাটারি এমনকি তার পাঁচ লক্ষ টাকা মূল্যের সিএনজিটাও ফেলে রেখে পালিয়ে যায়।খোঁজ নিয়ে জানাগেছে, ‘চোরের ফেলে যাওয়া সিএনজি চালকের নাম নাজমুল। আর সিএনজি’র মালিক নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ঠিকাদার রনি’র। চুরির ঘটনার পর পরই সিএনজি’র মালিকের সন্ধান খুঁজে পান স্থানীয়রা। তার মাধ্যমে চোরের পরিচয় সনাক্ত করা হয়েছে। পরে থানা পুলিশকে খবর দিয়ে চোরের ফেলে যাওয়া সিএনজিটি তাদের হাতে তুলে দিয়েছেন ব্যাটারি চালিত অটো রিকশার মালিক।
দেশজুড়ে, বরিশাল, শিরোনাম