মেয়র নির্বাচিত হলে বরিশালকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেছেন, ‘বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকুলতার শিকার হচ্ছেন। বিশেষ করে বিসিক শিল্প নগরীর কোন প্রতিষ্ঠানকে সিটি করপোরেশন বর্তমান মেয়র ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছে না। নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পাননা। বলতে পারে না তাদের সমস্যার কথা। যা একটি সভ্য দেশে কাম্য নয়। আমি নির্বাচিত হলে এই সমস্যগুলো আর থাকবে না। রোববার বেলা ১২টায় নগরীর বান্দরোডের একটি হোটেলে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আরও বলেন, ‘বরিশালে এখনো ব্যবসার পরিবেশ তৈরী হয়নি। বরিশালে শিল্প এলাকা আছে কিন্তু শিল্প কারখানা নেই। অথচ সরকার ব্যবসার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। যার প্রমাণ দেশে এখন চারটি পোর্ট রয়েছে।
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে বরিশালকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে নিয়ে আসবো। সেই গ্যাস ব্যবহার করে বরিশালে বৃহৎ শিল্পঞ্চল তৈরী করবো। সুপ্রতিষ্ঠিত গতিশীল ব্যবসায়ী এলাকা হিসেবে বরিশাল প্রতিষ্ঠিত হবে। বরিশালের মানুষের কর্মস্থান সৃষ্টি হবে। ঐতিহ্যবাহী কীর্তনখোলার তীর হবে সমৃদ্ধ এক বাণিজ্যিক নগরী। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মশিউর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, বরিশাল উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ লিলি, পরিচালক নাজমুন নাহার রিনা, সবরিন ফেরদৌসি ও রোকসানা আইভি, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের পরিচালক রেজিন উল কবির, নোমান মল্লিক, মীর্জা মোজাম্মেল হোসেন, আলাউদ্দিন আলো প্রমুখ।
এর আগে বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থন জানিয়ে নগরীর কালিবাড়ি রোডে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক হালিমুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. আব্দুল আজিজ হাওলাদার।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড