কুমিল্লা জেলা প্রশাসক ও হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের এসপি’র পারস্পরিক শুভেচ্ছা বিনিময়
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান পরস্পর ফুলেল শুভেচছা বিনিময় করেন।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লা জেলা প্রশাসকের বাংলোতে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক কুমিল্লা খন্দকার মু: মুশফিকুর রহমান ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো: খাইরুল আলম পরস্পর ফুলেল শুভেচছা ও কুশল বিনিময় করেন। তারা আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তার কার্যক্রমের প্রতি গুরুত্ব প্রদান করেন এবং জনগনের কাংক্ষিত সেবা পূরনে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।