শুভ সকাল। প্রতিটি তরুণ-তরুণীর সফলতার ওপর ভিত্তি করে গড়ে উঠে একটি শক্তিশালী জাতি একটি শক্তিশালী দেশ। যুবশক্তি জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।আমাদের যুব শক্তিকে নৈতিক, মানবিক এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ইংরেজিতে একটি কথা আছে- An idle brain is the devil’s workshop. অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই দয়া করে সন্তানকে অলস বানাবেন না। তাকে দিয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে নান্দনিক এব মানবিক কাজগুলোও করাতে হবে, সে যাতে তার পুঁথিগত শিক্ষার পাশাপাশি সৃজনশীল কাজে আগ্রহী হয়; তার মনমানসিকতা বিশাল হয়। সে যেন একজন সৎ, নিষ্ঠাবান, সুন্দর, রুচিসম্পন্ন এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে নিজেকে সমাজের কাছে তথা বন্ধু বান্ধবের কাছে পরিচিত করতে পারে। তাতে করে সমাজের অন্যরা আকৃষ্ট হবে এবং তারাও অনুরূপভাবে তাকে অনুসরণ করবে। সে তখন অন্যদের জন্য আদর্শ হিসেবে গড়ে উঠবে।
যুব সমাজ ধ্বংস ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান অন্তরায় মাদক। মাদক শুধু একজন যুবকের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতিবন্ধক নয় বরং মাদক একজন যুবককে ধ্বংসের অবলীলা ও মারাত্মক পরিণতির দিক ঠেলে দিয়ে তাকে চিরতরে ধ্বংস ও অকেজো করে দেয়। তার মূল্যবান জীবনটা নষ্ট হয়ে যায়। তাই আমাদের যুব সমাজকে যেকোন মূল্যে মাদকমুক্ত রাখতে হবে। আমাদের দেশের উন্নয়নের হাতিয়ার হলো দক্ষ মানবসম্পদ। যুব সমাজকে দক্ষ মানব শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আসুন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত, নৈতিক, মানবিক এবং আদর্শ সমাজব্যবস্থা বিনির্মাণে অগ্রনী ভূমিকা পালন করি। সকলের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, শিরোনাম, সাব-লিড