মাগো, তোমার মত এ জগতে আপন কেহ নাই- আমার – আপন কেহ নাই, তুমি চলে গেলে মাগো – কোথায় মিলবে ঠাঁই -আমার – কোথায় মিলবে ঠাঁই।। সুখে দুখে নিরাপদে তোমায় পাশে রই -মাগো তোমার পাশে রই। স্নেহের পরশ পেলে পরে _ বড়ই শান্ত হই – মাগো বড়ই শান্ত হই। স্নেহের পরশ বুলাও যখন মনে শান্তি পাই, আমি মনে শান্তি পাই।। তুমি চলে গেলে মাগো….. তোমায় মত যতন করে কে খাওয়াবে আমায়-মাগো – কে খাওয়াবে আমায়। থাকব পড়ে একলা তখন বড্ড অবহেলায়- আমি ব্ড্ড অবহেলায়।। ভাবি সদা মাগো আমি সুখ কি পাব তাই -আমি সুখ কি পাব তাই,।। তুমি চলে গেলে মাগো….