মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে সভা
সম্মানিত অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের সভাপতিত্বে অদ্য ২১.০৯.২০২৩ খ্রি: ১১:০০ ঘটিকায় আইজিপি মহোদয়ের মিনি কনফারেন্স রুমে জুলাই ও আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। ভার্চুয়ালি মিটিংয়ে দুই মাসের অপরাধ পরিসংখ্যান, এনইআর দাখিল, আসামির অনুপস্থিতে বিচার, আদালতের সাক্ষ্য প্রদান ও সাক্ষ্য দেয়ার আগে সাক্ষীকে ব্রিফিং প্রদান সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা, মামলার তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উক্ত কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; জনাব নাসির উদ্দিন মৃধা, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট; জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।