কলম একাডেমি লন্ডন এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পাবনা জেলা থেকে আয়োজিত নির্ধারিত কবিতা প্রতিযোগিতা আয়োজন । তিনটি কবিতা ক,খ,গ বিভাগ অনুযায়ী পুরস্কার দেওয়া হয়েছে। পুরষ্কার ছিলো: কলম একাডেমি লন্ডনের সার্টিফিকেট ও ‘পরমা নদী’ কাব্যগ্রন্থ, আরো কিছু বই। পুরস্কার গুলো বিজয়ীদের হাতে তুলে দিচ্ছেন পাবনার বিশিষ্ট বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব। প্রফেসর মোঃ আশরাফ আলী উপাধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ পাবনা । ডক্টর মনসুর আলম, সাহিত্য ও বিতর্ক ক্লাব। মত মাইন্না মতিন কাকলি সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ শহীদ এম মনছুর আলী কলেজ । রওশন আরা বাবলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কলম একাডেমি লন্ডন এর পাবনা জেলার উপদেষ্টা এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নূরুল আলম স্যার।অর্থ সম্পাদক হামীম ইসলাম রাহী। আরো ছিলেন পাবনার বিশিষ্ট বিশিষ্ট কবিগণ। এতে সভাপতিত্ব করেন শিক্ষিকা,ও কলম একাডেমি লন্ডন এর পাবনা জেলার সভাপতি, কলম লাম ইয়া পাঠাগারের উদ্যোক্তা আমি বিজুরী ইসলাম। অসংখ্য ধন্যবাদ কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা সাহিত্যের বাতিঘর নজরুল ইসলাম হাবিবী স্যার।
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, সাহিত্য






