ষড় ঋতুর বাংলাদেশে
শরৎ রূপের রাণী
ফুল-ফসলের অপার শোভায় কাড়ে পরাণখানি।
শিশিরে শিশিরে শরৎ প্রভাতে
রূপসী শিউলি মুগ্ধ সুভাস,
রণ সজ্জায় সজ্জিত তটিনী
শালিক দম্পতির নীল আকাশ।
শরৎ এলে বৃষ্টি ঝরা
একটুখানি কমে,
ঘাসের উপর বিন্দু বিন্দু
শিশির কণা জমে।
ঝরা শিউলির স্নিগ্ধ সুবাস
সাদা কাশে শান্ত ধরা,
হাসনাহেনার পরশ মায়ায়
কবিরা লেখেন ছড়া।
দূর গগনে রংধনু আজ
মেলছে রঙিন পাখা
সবুজ পাতায় ছেয়ে গেছে
গাছের সকল শাখা।
আকাশের গায় ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
নদীর বুকে ছুটে চলে
পালতোলা নাও মেলা।
মাঠ ভরেছে সোনার ধানে
কৃষাণ গাইছে গান,
সবুজ ধানের সোনালী বর্ণে
মন করে আনচান।
শরৎ মাতে আনন্দেতে
সবুজ ধানের ক্ষেতে
শরৎ মাতে অরুণ প্রাতে
সন্ধ্যা বাতাসেতে।