কলম একাডেমি লন্ডন’ এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম।
“অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যানমূলক সংগঠন ‘কলম একডেমি লন্ডন’- পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘কলম- লাম ইয়া পাঠাগার’ ও ‘কলম- লাম ইয়া স্কুল’ এর উদ্যোগে অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪ টায়
মহীয়সী বুক ক্যাফে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
(হামিদ কমপ্লেক্স দ্বিতীয় তলা,পাবনা)।
এতে আমি বিজুরী ইসলাম সভাপতিত্ব করি। (শিক্ষিকা ‘কলম একডেমি লন্ডন’ পাবনা জেলা শাখার সভাপতি, কলম- লাম ইয়া পাঠাগারের উদ্যোক্তা)
প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোঃ আশরাফ আলী উপাধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, পাবনা।
বিশেষ অতিথি ছিলেন,
ডক্টর মনসুর আলম, সাহিত্য ও বিতর্ক ক্লাব।
মত মাইন্না মতিন কাকলি সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ শহীদ এম মনছুর আলী কলেজ এবং
রওশন আরা বাবলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ‘কলম একাডেমি লন্ডন’ এর পাবনা জেলার উপদেষ্টা এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নূরুল আলম স্যার।
অর্থ সম্পাদক হামীম ইসলাম রাহী অনুষ্ঠানের সার্বিক দেখাশোনা করেন।
উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সঞ্চালক ছিলেন জোহরা ইরা আপু আবৃত্তিকার এবং শিক্ষিকা।
প্রোগ্রামটি আমরা কয়েকটি ক্যাটাগরিতে সাজিয়েছি।
উত্তরীয় ও ফুল দিয়ে প্রধান অতিথিদের প্রথমে বরণ করে নেওয়া ও সভাপতি বিজুরী ইসলামের শুভেচ্ছা বক্তৃতা প্রদান।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ও কলমের উপদেষ্টা সকলের কলমের বক্তৃতা মাঝে মাঝে বিশিষ্ট কবিদের একটি করে কলমের কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়েছে।
এই প্রোগ্রামে আমরা কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এখানে তিনটি নির্দিষ্ট কবিতা প্রতিযোগিতার জন্য ছিল।
১/ক বিভাগ : লেখক বিশ্ব
কলমে :নজরুল ইসলাম হাবিবী।
২/খ বিভাগ : জন্মভূমি
কলমে :বিজুরী ইসলাম
৩/গ বিভাগ : বাংলার নদীরূপ
কলমে-বিজুরী ইসলাম
প্রত্যেকটি বিভাগ থেকে তিনজনকে বিজয়ী করা করা হয়েছে এবং বিজয়ীদের আমরা কলমের সার্টিফিকেট এবং পরমা নদী’ বই সহ আরো কিছু বই পুরস্কৃত করেছি।
প্রোগ্রামে প্রতিযোগিদের সহ সকলকে উন্নতমানের নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। কফি খাওয়ার সাথে
সাথে সুন্দর সুন্দর কলমের বক্তৃতা ও কবিতা আবৃত্তি করা হয়।
লন্ডন থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন
Nazrul Habibi স্যার।
নজরুল স্যারকে নিয়ে আমাদের সরকারি মহিলা কলেজের অধ্যাপক আশরাফ আলী স্যার বক্তৃতাতে বলেছেন নজরুল ইসলাম হাবিবী স্যারকে জাতীয়ভাবে নোবেল পুরস্কার দেয়া হোক। কথাটা সবাই গ্রহন করেছেন। উপাধ্যক্ষ স্যার এই সংগঠনে নতুন কিন্তু তিনি কলম এবং হাবিবীর উচ্ছ্বসিত প্রশংসা করেন।
আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন
তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
সকলকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ মহীয়সী বুক ক্যাফে প্রতিষ্ঠাতা শিল্পী আপুকে।