৩০ সেপ্টেম্বর এস এম আয়ুব আলীর সভাপতিত্বে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কলম একাডেমি লন্ডন এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সন্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক বি,পি এম ( বার) পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোেপলিটন পুলিশের সন্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সরদার রাকিবুল ইসলাম , বিপিএম ( সেবা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহমদ আলি খান, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল। এস এম জাহিদ হোসেন, উপদেষ্টা কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি ও প্রাক্তন সভাপতি খুলনা প্রেস ক্লাব,জনাব মোঃ ইকবাল হোসেন উপদেষ্টা কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি, জনাব বাসব নন্দী , সিনিয়র সহ সভাপতি কলম একাডেমি লন্ডন, খুলনা বিভাগীয় কমিটি ও সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, জনাব জি এম জাকির হাসান , সাধারণ সম্পাদক কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস,এম আয়ুব আলী , সভাপতি কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি এবং সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত ছিলেন কানিজ নাজমা ফেরদৌসী , যুগ্ম সম্পাদক কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি,তাহমিনা আক্তার শিপন সাংগঠনিক সম্পাদক কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি, শিরিনা পারভীন পাবলিক রিলেশন সম্পাদক সহ কলম একাডেমি লন্ডন খুলনার সদস্য গন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বেতার ও টি ভি ব্যাক্তিত্ব জনপ্রিয় উপস্থাপক ইফফাত সানিয়া ন্যান্সি। অনুষ্ঠানের শুরুতে সুদুর লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সবজ পাতার দেশের পরিচালক জনাব শরীফ উদ্দিন টিটো।