সংযুক্ত আরব আমিরাত থেকে
এম. শাহেদ সারওয়ার
দুবাই বিশেষ প্রতিনিধি।
দৈনিক সংগ্রামী বাংলা।
প্রবাসের কলম একাডেমি লন্ডন এর মাধ্যমে বিশ্বে মহান বাংলাভাষা আরো সম্প্রসারিত ও সম্মানিত হবে। জাতি ধর্ম দল নির্বিশেষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হবে লেখকের অধিকার ও অসাম্প্রদায়িক সাম্য সমাজ ব্যবস্থা।
অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান “কলম একাডেমি লন্ডন”এর ইউএই চ্যাপ্টার এর উদ্যোগে সংগঠনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৮ অক্টোবর ২০২৩ শনিবার রাত ৮টায় আবুধাবিস্থ নাফিম হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইফতেখার হোসেন বাবুল, প্রবাসী কমিউনিটি নেতা ও সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি,ইউএই। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থাকবেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সভাপতি, বাংলাদেশ সমিতি, ইউএই। আমন্ত্রিত অতিথি-মোহাম্মদ কামরুজ্জামান, সিই, জনতা ব্যাংক ইউএই অপারেশন, আবুধাবি,ইউএই। আমন্ত্রিত অতিথি আব্দুল্লাহ আল হোসাইন, রিজিওনাল ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি। আমন্ত্রিত অতিথি: অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, জ্যেষ্ঠ শিক্ষক, শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুল,আবুধাবি। আমন্ত্রিত অতিথি ডা: রুখসানা মোহাম্মদ। এতে সভাপতিত্ব করবেন মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, সভাপতি, কলম একাডেমি লন্ডন, ইউএই চ্যাপ্টার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন যথাক্রমে এম. শাহেদ সারওয়ার, সাধারাণ সম্পাদক, কলম একাডেমি লন্ডন, ইউএই চ্যাপ্টার ও প্রিয়ংকা খন্দকার।
উক্ত অনুষ্ঠানে ইউএই চ্যাপ্টারের উপদেষ্টা মন্ডলী, সম্পাদকমন্ডলী, কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ, প্রবাসী লেখক, কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবি ও চাকুরীজীবি সহ প্রমূখ।
অনুষ্ঠানের প্রবাসীদের উপস্থিতিতে প্রবাসে কলমের মাধ্যমে বিশ্বে মহান বাংলাভাষা আরো সম্প্রসারিত ও সম্মানিত হবে। জাতি ধর্ম দল নির্বিশেষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য