এম. শাহেদ সারওয়ার
দুবাই বিশেষ প্রতিনিধি
দৈনিক সংগ্রামী বাংলা।
দুবাইতে চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদারের সাথে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
গত (১লা নভেম্বর) শনিবার বর্তমান বাংলাদেশের অসাধারণ নৈপূর্ণ্য ও নান্দনিক ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতে সফরত উক্ত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদারের সাথে সামাজিক ও মানবতার এবং বহিঃবিশ্বের প্রিয় নদিমপুর গ্রামের প্রবাসীদের লোগো খচিত একমাত্র সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ পরবর্তিতে নৈশভোজেরও আয়োজন করা হয়। সাক্ষাতে সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পরিষদের অন্যতম সিনিয়র সদস্য আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ফরিদের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম সিনিয়র সদস্য দুবাই ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, পরিষদের উপদেষ্টা সদস্য হাফেজ ওবায়দুল হক, পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহআমান, এম. শাহেদ সারওয়ার, রেজাউল আজম চৌধুরী, কাজী মোহাম্মদ সোহেল ও সদস্য মোহাম্মদ জাহেদসহ প্রমূখ।
ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার উপস্থিত নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিনিধিদের ও এলাকার প্রবাসীদের সাথে কিছুক্ষণ গ্রামের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন। সাক্ষাৎ পরবতির্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ দেরা নাসির স্কোয়ার টু-ইন টাওয়ার রেষ্টুরেন্ট হল এ নৈশ ভোজে উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর, নোয়াজিষপুর ও ফতেনগর গ্রামের আমিরাতে বসবাসরত প্রমূখ প্রবাসীরা।
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য