স ,ম, আশরাফ
চট্টগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার ১১ টা ৫০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় সি,এন,জি ও বাসের মুখোমুখি সংঘর্ষে পটিয়া নিবাসী সনাতন ধর্মাবলম্বী একি পরিবারের ৭ জন ঘটনাস্হলে নিহত ও অপর ২ জন গুরুতর আহত হয়েছে।আহত এই ২ জনকে আশন্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
৭ নিহতের মধ্যে ৩ জন ছিল শিশু।
কাল রাজপথ যেন মুহূর্তেই লাল হয়ে গেল ক্ষতবিক্ষত হয়ে যাওয়া মানব শরীরের রক্তে।
লাশের সারি আর রক্তাক্ত রাস্তা দেখে, অজানা অচেনা মানুষ হলেও, অশ্রুসিক্ত নয়নে চিৎ কার কার মাটিতে বসে পড়েছিল ঘটনাস্থলে সমবেতদের অনেকে। মুহূর্তে ভারী হয়ে গেল হাটহাজারীর আকাশ বাতাস। প্রত্যেক্ষদর্শিদের মতে এত মারাত্মক সড়ক দুর্ঘটনা হাটহাজারীতে কখনো দেখিনি।
অসাবধানতা ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে নিভে গেল একটি পরিবারের প্রতিটি বাতি।