নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে বিজয় মিছিল বা আত্মকলহে লিপ্ত না হতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–১ আসনে নৌকা প্রতীক নিয়ে শ ম রেজাউল করিম, পিরোজপুর–২ আসনে মো. মহিউদ্দিন মহারাজ ও পিরোজপুর–৩ আসনে মো. শামীম শাহনেওয়াজ বিজয়ী হয়েছেন। রোববার রাতে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান। পিরোজপুর–১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীক নিয়ে শ ম রেজাউল করিম পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট। তাঁর নিকটতম ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। শ ম রেজাউল করিম নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন। পিরোজপুর–২(ভান্ডারিয়া-নেছারাবাদ-কাউখালী) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৯৯ হাজার ২৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ ২৮ হাজার ৫৮৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৪৯৩ জন।
পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে কলার ছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট। কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ ১৪ হাজার ৫০৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড