শৈত্যপ্রবাহের মধ্যেই গত কয়েক দিন হালকা রোদের দেখা পেয়েছেন বরিশাল নগরবাসী। তবে এরইমধ্যে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পূর্বাভাস।গতকাল বুধবারের সন্ধ্যায় হিমেল হাওয়ায় সেই বৃষ্টির দেখা পেয়েছেন নগরবাসী।সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শরীর না ভেজালেও শীতটাকে একটু যেন বাড়িয়ে দিয়েছে। এদিকে বৃষ্টির কারণে সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে।ভ্রাম্যমাণ দোকানিরা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন।গরম কাপড় এবং জুতাসহ বিভিন্ন দোকানিদের এ সময় ব্যবসা সাময়িকভাবে গুটিয়ে নিতেও দেখা দেয়।শীতের সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে অনেককে ছাতা হাতে প্রয়োজনীয় কাজ করতে ঘর থেকে বের হন।এদিকে বরিশালে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাই বেশি।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড