ঘূর্ণিঝড় ‘ইয়াস’র বর্তমান গতিপথে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেলেও, উল্টোচিত্র বিরাজ করছে ভারতে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে এই ঘূর্ণিঝড় নিয়ে বাড়ছে শঙ্কা ও উদ্বেগ। এদিকে আজ সোমবার রাতে ইয়াসের প্রভাবে বাংলাদেশে ঝোড়োহাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে।গত বছর ঘূর্ণিঝড় আম্পানও পশ্চিমবঙ্গ উপকূলে প্রথম আঘাত হেনে সুন্দরবন হয়ে বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম উপকূল পেরোনোর সময় ধ্বংসযজ্ঞ রেখে গিয়েছিল।অপরদিকে আম্পানের চাইতেও ইয়াস আরও ভয়ংকর হতে পারে এমন আশঙ্কা জানিয়ে এরিমধ্যে সতর্ক থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যটির আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ক্রমেই শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। আর এরই মধ্যে অপেক্ষা করছে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।এই দুই কারণে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।