রমণ কন্যা ট্রাভেল এজেন্সির ০১-টি চাঁদের গাড়ী খাদে পড়ে ০২ নারী পর্যটক নিহত হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিং পাড়া গ্রামে, বগালেক-রুমা রোডে, বান্দরবান। এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ পর্যটক। শনিবার (২০ জানুয়ারী ২০২৪) সকালে কেওক্রাডং থেকে বগালেক আসার পথে এই দূর্ঘটনা ঘটে। নিহত পর্যটকরা হলেন ফিরোজা খাতুন (৫০) ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জয়নব (২৪)। তারা ০২ জনই ঢাকার বাসিন্দা এবং জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। (সংগ্রহীত)
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড