রেলের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। তিনি ১০ম বিসিএস এর একজন সদস্য।
তিনি অত্যন্ত চৌকষ, স্মার্ট এবং স্পষ্টভাষী একজন কর্মকর্তা। রেলের ড্যাশিং হিরো।
এবার আমি নিশ্চিত, রেলে অনবোর্ড এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে এবার “টিকিট যার ভ্রমণ তার” নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
দীর্ঘ ১৮ বছর পর রেলের বাণিজ্যিক/ট্রাফিক বিভাগ থেকে একজন মহাপরিচালক হলেন। তিনি নিজে অনবোর্ড অভিযান পরিচালনা করে অবৈধ যাত্রীদের নিকট থেকে সর্বাধিক জরিমানা আদায়কারী কর্মকর্তা।
এবার আশা করি টিটিই/টিসি, গার্ড, এটেন্ডেন্টদের ঘুম হারাম হবে এবং সর্বাধিক যাত্রী কল্যাণ নিশ্চিত হবে।