মো.ইব্রাহিম খলিল সাতক্ষীরা :
২০২৪ সালে সাফ অ-১৯ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পর প্রথমবার নিজ জেলা সাতক্ষীরায় পৌঁছে সংবর্ধনা পেয়েছেন সাফ অ-১৯ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। বুধবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরা তালতলা স্কুলের সামনে পৌঁছান অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। এরপর একটি সুসজ্জিত ছাদখোলা পিকআপে ওঠেন তিনি। প্রান্তিকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সাতক্ষীরা তালতলা স্কুলের সামনে থেকে শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌঁছায়। শহর প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে গন সংবর্ধনা পেয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। তিনি বলেন জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থা সকলকে ধন্যবাদ রোজার মাসে এত সুন্দর করে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য।
এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোশিয়েশনের সকল কর্মকর্তা, ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় সহ সকল ক্রীড়ামোদী ব্যাক্তিবর্গ র্যালীতে উপস্থিত ছিলেন। আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরার সুলতানপুর গ্রামের খন্দকার আরিফ হাসান প্রিন্স এর ছোট কন্যা। তার পিতা একজন ক্রীড়া সংগঠক। প্রাপ্তি খন্দকার খুব ছোট বেলা থেকেই পিতার কাছে ফুটবল প্রাকটিস করতো এবং সাতক্ষীরা জেলা দলের হয়ে বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত অংশগ্রহণ করেছে। ২০১৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)-মহিলা ফুটবল চালু করে। সে ৫ম শ্রেণিতে ফুটবল বিভাগে ভর্তি হয়। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হয় সুব্রত মুখার্জি কাপ অ-১৭ বালিকা ফুটবল টুর্নামে›ন্টে অংশগ্রহণ করে এবং ২০১৯ সালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। ২০১৯ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্সআপ হয়। ২০২১ সালে বাংলাদেশের অনুষ্ঠিত সাফ অ-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং শ্রীলংকার বিরুদ্ধে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
২০২২ সালে ভারতে অনুষ্ঠিত সাফ অ-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং নেপালের বিরুদ্ধে ৪৩ সেকেন্ডে গোল করে অনন্য রেকর্ড অর্জন করে এবং বাংলাদেশ রানার্সআপ হয়। ২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-২০ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৩ সালে অ-২০ এএফসি কাপে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া এ এফ সি অ-২০ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করে। ২০২৩ সালে হু ওয়াং জু এশিয়ান গেমস-এ বাংলাদেশ নারী ফুটবল দল অংশগ্রহণ করে। সেই দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন আফঈদা খন্দকার প্রাপ্তি এছাড়া ২০২৩ সালে ফিফা টায়ার-১ ম্যাচে নেপাল ও সিংগাপুর দলের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের একজন নিয়মিত ফুটবলার ছিলেন আফঈদা খন্দকার প্রান্তি। সিংগাপুর দলের বিপক্ষে তিন মিনিটে হেডের মাধ্যমে গোল করে অন্যান্য রেকর্ড গড়েন। তার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, পিরোজপুর, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য