বাকেরগঞ্জে বজ্রপাতে ইউসুফ (২৮) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ছাব্বির (২৯) নামে আরও এক ইটভাটা শ্রমিক আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলসকাঠীতে ইউনিয়নের বাগদিয়া গ্রামে মৃধা ব্রিকসে এ ঘটনা ঘটে।
নিহত ইটভাটার শ্রমিক ইউসুফের বাড়ি সাতক্ষীরায়। আহত ছাব্বির (২৯) একই ইটভাটার শ্রমিক এবং একই জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিহত ইউসুফ ও আহত ছাব্বির ইটভাটায় কাজ করছিলেন।
বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ মৃধা ব্রিকসে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে ইউসুফ ও ছাব্বির গুরুতর আহত হওয়ায় ইটভাটার লোকজন তাদেরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাত রুবাই রুবা ইউসুফকে মৃত ঘোষণা করে।
আহত ছাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রশাদ অধিকারী বলেন, বজ্রপাতে ইউসুফ নামে একজনের মৃত্যু হয়েছে। ছাব্বির নাম একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড