সকাল ৮:০৪ ; শুক্রবার ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ডেভিল হান্টে গ্রেপ্তার ২ বরিশালে অপারেশন   ডেভিল হান্টে ১৪ জন আটক ভোলায় অপারেশন   রেড নোটিশ জারির নির্দেশ বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলে   কথা বলেননি সালমান-আনিসুল পাশাপাশি দাঁড়ালেও   ছোট–বড় দেখা হবে না : যারা শয়তান তাদেরই ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা   ৩৪৩ জন অস্ত্র উদ্ধার সারা দেশে গ্রেপ্তার “অপারেশন ডেভিল হান্ট”   বহুল আলোচিত হাসিনা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।   সন্ত্রাসীকে ধরতে পুলিশের পুরস্কার ঘোষণা ওসিকে পেটানোর হুমকি দেওয়া   দুর্নীতির মামলা এমপি শম্ভু ও তার পরিবারের বিরুদ্ধে   যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান দেশের স্বার্থে সেনাপ্রধানের   ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার সব গায়েবি মামলা:আইন উপদেষ্টা   হদিস মেলেনি ব্যবসায়ীর ৯ কোটি টাকা নেওয়ার পরও   নানক ও শামীম ওসমান দুদকের মামলা পরিবারের বিরুদ্ধে   নতুন বাংলাদেশের চার্টার সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে : ড. মুহাম্মদ ইউনূস   রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে পুলিশকে   রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে

ক্রেতাদের উপচে পড়া ভিড় চকবাজারে

Shongrami Bangla
২:১১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

মানুষের উপচেপড়া ভিড় নগরীর পোশাক বাজারে। এ কারণে ক্রেতাদের পায়ে চলা পথ নির্বিঘœ রাখতে সিটি করপোরেশনের উদ্যোগে বন্ধ করে দেয়া হয়েছে চকবাজার সড়কে সবরকম যানবাহন চলাচল। এই ভিড় দেখে কে বলবে হতদরিদ্র একটি দেশের মানুষ আমরা? উত্তরে একজন বিক্রেতা বললেন, না ভাই, যতই হতদরিদ্র হই আমরাতো মুসলমান। মুসলমানদের ঈদের দিন এবং নতুন বছরে বাংলা ভাষাভাষী মানুষের নতুন পোশাক পড়ার দিন। এটা আমাদের সংস্কৃতি। তাই ‘গরিব-ধনী কথা নাই, নতুন কাপড় সকলের চাই’ বলে অনেকটা যেন শ্লোগানই তুললেন নগরীর কালেক্টরেট পুকুর পাড়ের ভাসমান হকাররা। তারা জানালেন, বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত বেচাকেনা করছেন তারা। তবে ভাসমান হকার বা ফুটপাতের ভিড় এখনো শুরু হয়নি। ২৫ রোজার পর শুরু হবে আমাদের ভিড় জানালেন ভ্রাম্যমান বিক্রেতা রুবেল হাওলাদার ও এমদাদুল। সরেজমিনে ২ এপ্রিল মঙ্গলবার নগরীর পোশাক বাজারের পরিস্থিতি দেখতে যেয়ে প্রথমেই চোখে পড়ে নগর ভবনের সামনে ব্যারিকেড। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আশরাফ আলী জানালেন, পোশাক বাজারে দূর দূরান্ত থেকে আসা নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর নির্দেশে চকবাজার, কাটপট্টি রোডে রিকশাসহ সবরকম যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মালবাহী দু-একটি জরুরী প্রয়োজনীয় যান চলাচলে শিথিলতা রাখা হয়েছে। মোটরসাইকেল চলাচল ফলপট্টি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে জানান তিনি। যদিও এ সময় কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, গীর্জা মহল্লা দিয়ে অসংখ্য রিক্সা যাতায়াত করছে। যা তাদের চলাচলে সমস্যা করছে। নগর ভবনের সামনে ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের এড়িয়ে চকবাজার ঢুকতেই ঘেমে একাকার শরীর। মানুষের ভিড়ে আর গরমে দফারফা দুপুরের চকবাজার এলাকা। পদ্মাবতী গলির মুখের ব্যবসায়ী রাসেল বলেন, এতো কিছুই নয়, ইফতারের পরে এসে দেখুন, তখন নগরীর বাসিন্দারা ভিড় করবে। আর এখন যাদের দেখছেন এরা বেশিরভাগ দূর-দূরান্ত থেকে কেনাকাটা করতে এসেছে।কয়েকজনের সাথে কথা বলে জানা গেল, ঈদের জন্য সন্তানের বায়না পুরণ করতে এসেছেন। নতুন কাপড় না হলে কলেজে বা স্কুলে যাবেনা বলে হুমকীও আছে ছেলেমেয়েদের।
পবিত্র রমজানের ২৩তম দিন অতিবাহিত আজ। হিসাব অনুযায়ী আর মাত্র সাতদিন পর পবিত্র ঈদুল ফিতর এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। ঈদের পরপরই নতুন বর্ষবরণ উৎসব বাংলাদেশের ঘরে ঘরে। ফলে এই দুই উৎসব ঘিরে জমে উঠেছে বরিশালের এবারের পোশাক বাজারসহ সব ধরনের কেনাকাটা। আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হবে সারাদেশে। ঈদ ও নববর্ষ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে বরিশালের সদর রোড, গীর্জা মহল্লা ও কাটপট্টির সব শপিংমল ও মার্কেট গুলো। গত ২০ রোজা থেকে সকালেও ক্রেতার ভিড় শুরু হয়েছে। তবে বিকেলে এই ভিড় কিছুটা কমে যায়। আবার জমে ওঠে সন্ধ্যার পরে। ব্যবসায়ী কেনান বলেন, সকালে যারা ভিড় করেন তারা ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বাকেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এসেছেন।
বাকেরগঞ্জের চরাদি ইউনিয়ন থেকে আগত মাহিমা দাস বললেন, তিনি ও তার ননদ এসেছেন পহেলা বৈশাখের জন্য লাল শাড়ি কিনতে আর সাথে দুই বান্ধবী বোরখা আবৃত তারা এসেছেন দুধল মাদ্রাসা থেকে। ঈদের জন্য নতুন হেজাব কিনতে। দূর-দূরান্ত থেকে কেনাকাটা করতে আসা এই ক্রেতাদের বেশিরভাগ চকবাজার, কাটপট্টি ও জেলা পরিষদের সামনের ভ্যানকে ঘীরে পছন্দের পোশাক বা কসমেটিক্স খুঁজে বেড়ান। নগরীর নামি-দামি শপিংমলে তাদের আগ্রহ খুবই কম। তবে সন্ধ্যার পরে বের হওয়া ক্রেতাদের তিন ভাগে ভাগ করেছেন সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ী আজিজ শাহিন। তিনি বলেন, এই নগরীতে এলিট ও সদ্য বড়লোক হওয়াদের জন্য আড়ং, টপটেন, চন্দ্রবিন্দু, প্লাস পয়েন্ট, ইজি, দর্জিবাড়ি ইত্যাদি রয়েছে। আবার মধ্যবিত্ত ও সচ্ছল পরিবারগুলো মহসিন মার্কেট বা সিটি মার্কেটসহ চকবাজার এলাকায় ঘুরবে। আর একটা শ্রেণি শ্রমজীবী তারা ২৫ রোজার পরে এসে ভিড় করবেন ফুটপাতের ভাসমান ব্যবসায়ীদের বাজারে।
শপিংমলগুলোতে উঁকি দিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদকে সামনে রেখে এ ভিড় আরো বাড়বে। এখানে গীর্জা মহল্লার একটি শপিংমলে আসা বিলকিস জাহান বলেন, ঈদের জন্য অল্প অল্প করে মার্কেট করে রাখছি, দু-এক দিনের মধ্যে ভিড় অনেক বেড়ে যবে আরো তাই এখনই কিনে রাখাতে চলে এলাম। কিন্তু মার্কেটের অবস্থা খুবই খারাপ। দাম অতিরিক্ত। আর নতুন মডেলের কাপড় এখনো আসেনি বলে মনে হচ্ছে। চাহিদা অনুযায়ী কিছুই খুঁজে পাওয়া যায়নি এখনো।
নগরীর সদর রোডের ইজি ফ্যাশনের ম্যানেজার মো. ফরহাদ বলেন, দাম আগের মতই আছে। তবে এলসির কারনে ফরেন কাপড়ের দাম একটু বেশি। ঢাকা ফ্যাশন এর কর্মকর্তা মো. মাহিন জানান, আমরা ক্রেতাদের কথা মাথায় রেখেই এবার ঈদের সকল পোশাক উঠিয়েছি। দাম ও সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছি।ক্রেতাদের সন্তুষ্ট করাই আমাদের প্রধান লক্ষ্য। দামের বিষয়ে তিনি বলেন, দাম একটু বেশি। তবে পোশাকের মান অনুযায়ী দাম আমাদের ঠিক আছে। এদিকে ঈদ সামনে রেখে শপিংমলে অনিয়ম পেলে মার্কেট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক অপূর্ব অধিকারী বলেন, নগরীর প্রতিটি বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথে দন্ড কার্যকর করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, ধর্ম ও জীবন, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে