সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে রোববার (৩০ মে) বিকেলের দিকে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক নারী।কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিবুল হক হাসান সাংবাদিকদের জানান, বিকেলে বাড়ির অদূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন তারা। হঠাৎ ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তারা তখন পাশের একটি শ্যালো মেশিনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতের আঘাতে ওই ৩ জন গুরুতর আহত হন।তিনি আরও বলেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতোলে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হেসেনের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসার পর তিনি এখন সুস্থ আছেন।