বরিশালের কাজিহাট থানার জয়নগর ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনের বিরুদ্ধে জেলা পরিষদের আওতাধীন কাজীরহাট থানার চুনারচর একতা বাজার খেয়াঘাটের ইজারাদারকে ঘাট পরিচালনায় বাঁধা সৃষ্টির অভিযোগ উঠেছে। তবে ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন।
খেয়াঘাটটি অবৈধভাবে দখলে রেখে স্থানীয় চেয়ারম্যানসহ একটি চক্র জেলা পরিষদের ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতি করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান। জেলা পরিষদ সূত্র জানায়, গত পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার টাকা দরে চুনারচর একতা বাজার খেয়াঘাটের ইজারাদার নিযুক্ত হয় মো. আবুল হোসেন কবিরাজ নামে এক ব্যক্তি। কিন্তু কাজীরহাট থানার জয়নগর ইউপি চেয়ারম্যানকে চাঁদা না দেয়ায় ইজারাদারকে ঘাট পরিচালনা করতে দেয়া হচ্ছে না বলে অবিযোগ করা হয়। এ ঘটনায় গত ১৭ মে জয়নগর ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনসহ ৯ জনকে আসামী করে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইজারাদার। তবে খেয়াঘাট পরিচালনার জন্য কোন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন জয়নগর ইউপি চেয়ারম্যান মনির হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। কাজীরহাট থানার ওসি শওকত আনোয়ার জানান, খেয়াঘাট ইজারাদারের অভিযোগ তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান জানান, ইজারা কার্যক্রমে অবৈধভাবে বাধা প্রদান করে স্থানীয় চেয়ারম্যানসহ একটি চক্র সরকারের প্রায় ১২ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি করেছে।