বিশেষ প্রতিনিধি : ঝালকাঠি
মীম এগ্রোপ্রোডাক্ট,লেস প্রতাপ, জয়শ্রী, বাসন্ডা,ঝালকাঠি।
দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে মীম এগ্রো প্রডাক্ট লিমিটেডের বাসায় এবং ফার্মে দুর্বৃত্তরা হামলা চালায় এবং সব মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। মিম এগ্রো মালিকের সাথে কথা বলে জানা গেছে বিপুল পরিমাণে মালামাল সহ এগরোর গরু, ছাগল, হাঁস, মুরগি ,থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে দুর্বৃত্তরা নিয়ে ট্রাক ভরে পালিয়ে যায়। দুর্বৃত্তরা সুযোগ পেয়ে যায় তার কারণ হলো থানায় কোন পুলিশ না থাকার কারণে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কোন লোকজন না থাকার কারণে। এলাকার উৎসুক দুর্বৃত্তকারীরা মালামাল গুলো নিয়ে পালিয়ে যায়, মীম এগ্রো প্রডাক্ট লিমিটেডের মালিকের সাথে কথা বলে জানা গেছে যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত ঝালকাঠির কমান্ডর তার কাছে একটি অভিযোগ দায়ের করেছে, এবং থানার কোন কার্যক্রম না থাকায় থানায় অভিযোগটি দায়ের করা সম্ভব হয়নি তবে যেটুকু জানা গেছে থানার কার্যক্রম শুরু হলেই থানায় অভিযোগ করা হবে বলে হবে বলে সংগ্রামী বাংলাকে জানিয়েছেন। নিম্নের সকল প্রকার লুটপাট হয়ে যাওয়া মালামালের বিবরণাদি দিয়েছেন। মীমএগ্রো প্রোডাক্টস লিমিটেডের স্বত্বাধিকারী ইয়াসমিন আক্তার পপি আরো জানিয়েছেন খামার থেকে মোট ২২ টি দুধের গরু, ৩৫টি ষাঁড় গরু, ১৮ টি বাছুর, ছোট বড় ৪৯ টি ব্লাক বেঙ্গল ছাগল, গরুর খাবার খৈল ভুষি ও ফিট প্রায় ১৩০ বস্তা, এবং ধান ১৫৫ বস্তা, ছোট বড় ৪৫০ টি হাঁস, দেশি মুরগি প্রায় ৬৩০ টি ও রাজহাঁস 50 টি হাঁস, মুরগির খাবার ১৩ অবস্থা, থেকে ১১০ পিস গোবর পরিষ্কার করার স্টিলের বেলচা, ১২ পিস ফ্যান, ১৬ টি পানি উঠানোর মটর, চারটি গাজী ব্র্যান্ডের ১০০০ লিটারের টেংকি ,চারটি পানি উঠানো এবং নামানোর পাম্প, দুটি গরুর পানি খাবার কাজে ব্যবহৃত গ্রাম ৬৬ টি গাভীর নলকূপ এর মাথা, একটি পানির লাইনের সকল পাইপ, ১৬ মিলি ও ১২ মিলিমিটার রড ৬ টন, সিমেন্ট ৫০ বস্তা, জানালার শীত ১০ পিচ, তিন রুমের টাইলস ৬৭২ ফিট, এসি তিনটি, দুটি জেনারেল কোম্পানি ও একটি ওয়ালটন কোম্পানি ,ওয়ালটন কোম্পানির টিভি তিনটি, ওয়ালটন কোম্পানির দুইটি ফ্রিজ, একটি ডিপ ও একটি নরমাল, সনি কোম্পানির একটি ভিডিও সেট, ছয়টি খাট, ৬ টা ম্যাট্রিক্স এবং তোষক। ছয়টি বিদেশি কম্বল, ১৪-১৫ টি বালিশ ও ছয়টি মশারি, দুইটি স্টিলের আলমারিতে রক্ষিত নগদ সাড়ে চার লক্ষ টাকা, সাড়ে ৯ ভরি স্বর্ণ,মায়ের গহনা সহ অনেক ফাইলপত্র জমির দলিল পত্র ও একটি ফাইল কেবিনেট, দুইটি ডাইনিং টেবিল ও ১২ টি চেয়ার দুইটি শোকেস রক্ষিত সমস্ত ক্রোকারিজ আইটেম, যেমন হাঁড়ি, পাতিল, প্লেট, গ্লাস, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার মেশিন, বটি, চামচ, বল, বাটি, তিনটি কাঠের আলমারি, তিনটি সোফা, ছোট বড় ছয়টি টেবিল, দুইটি ওয়ারড্রব, একটি বড় ট্রাঙ্ক, পাকের ঘরের থালা-বাসন সহ এক গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, এমনকি ঝাড়ু সহ নিয়ে চলে গেছে।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড