বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি থেকে বড়শিতে প্রকাণ্ড একটি কাতল মাছ ধরা পড়েছে।বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির দক্ষিণ প্রান্তে গতকাল রোববার বিকেল সাড়ে ৫ টা থেকে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়ে ৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি ধরেন মৎস্য শিকারী সোহেল জমাদ্দার।
তিনি জানান, গতকাল রোববার বিকেলে টিকিট কেটে মাছ ধরায় অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে বন্ধুরা ছিলেন। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে দিঘি থেকে বিশাল আকৃতির কাতল মাছটি তোলা হয়।
মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দিঘি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড