বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। গত ২১ জুন নির্বাচনের মধ্য দিয়ে জেলার ৯ টি উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট যুদ্ধে জয়লাভ করেন ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান। এসময় ১ টি ইউনিয়নের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
সংক্ষিপ্ত এক আলোচনা শেষে নব-নির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান। পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড