কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য মাে : জুলহাস মােল্লা (২৭) কে মোবাইল ফোনে হুমকি দিয়েছে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. রহমান সিকদার (৪২)।
এঘটনায় সোমবার (২৬ জুলাই) কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরী নং-৯৬২ডায়েরীতে তিনি উল্লেখ করেন, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. রহমান সিকদার (৪২) রোববার (২৫ জুলাই) রাত ১০ টা ৩১ মিঃ সময় একাধিকবার তার ব্যবহৃত মােবাইল নাম্বার (০১৮১১ ৬৪৯৫৪৮) থেকে আমার ব্যবহৃত মােবাইল (০১৭৪৬৪৪১৯১৭৬) এ নাম্বরে ফোন করে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমাকে খুন জখম করে বরিশাল চিকিৎসার জন্য পাঠাইবে মর্মে বিভিন্ন ধরনের ভাভীতি প্রদর্শন করে। রহমান মেম্বার খুবই উত্তেজিত। যে কোন সময় আমার ক্ষতি করতে পারে।
অভিযুক্ত ইউপি সদস্য রহমান সিকদার বলেন, জুলহাস আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সামনে অনেক লোক আছে পরে কথা বলছি।।কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন ডায়েরি করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড