গাজীপুরে কারাগারে থাকা আসামির কাছে ইয়াবা দিতে গিয়ে কারারক্ষীদের হাতে আটক হয়েছেন সজিব হোসেন নামের এক যুবক।
তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
এ ঘটনায় রোববার রাতে গাজীপুর জেলা কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা করেন। আটক সজিবকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার মাস আগে জনি চৌধুরী নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক বছরের সাজা দিয়ে গাজীপুর কারাগারে পাঠানের নিদের্শ দেন। রোববার বিকেলে কারাগারের সামনে থাকা কারা-ক্যান্টিনে ওই বন্দীকে কাপড় দিতে আসেন সজিব।
কারারক্ষীরা কাপড়গুলো কারাগারে পাঠানোর আগে ক্যান্টিনে বসেই তল্লাশি করেন। এ সময় কাপড়ের মধ্যে রাখা মাল্টিভিটামিনের কৌটার ভেতর পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে সজিবকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। রাতেই গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড