অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চীফ
বাঘা ডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশী যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ )। ঝিনাইদহ মহেশপুর সীমান্তে টহল চলাকালীন সময়ে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বিজিবি সদস্যরা। বিএসএফ এর নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইকগাছার ফড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। আহতের স্ত্রী জোহরা খাতুন জানান দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কোলকাতার মধ্যমগ্রামে লেবারের কাজ করতেন আহত বিল্লাল সানা। দুপুরে বাংলাদেশে আসার জন্য ৭-৮ জন এক সাথে বের হন।
পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকীরা পালিয়ে গেলে ও ধরা পড়ে বিল্লাল সানা। এ সময় বিএসএফ বিল্লালের উপর অমানুষিক নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় বিল্লালকে। বিজিবি সদস্যরা মোবাইলে ঘটনাটি জানালে পরিবারের লোকজন ও স্বজনেরা বিকালে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ঐ যুবকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসার তেমন উন্নতি না দেখতে পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড