অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক বলেন, পুলিশের দরজা সবার জন্য খোলা। জনগনের পুলিশ হতে তাদের কাছে যাওয়ার জন্য ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়। গতকাল মঙ্গলবার কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ খলিলুর রহমান। কাউনিয়া থানার ওসি আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন, কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছগির হোসেনসহ কাউনিয়া এলাকার সর্বস্তরের জনগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড