মোঃ শাহাদাত হোসেন
উজিরপুর প্রতিনিধিঃ
২ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার।
বামরাইল ইউনিয়ন পরিষদের বার বার নর্বাচিত সাবেক চেয়ারম্যান উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।
মরহুম আব্দুল মতিন সরদার নান্টুর সুযোগ্য পুত্র এস এম রেজাউল করিম শাওন ( মিঞা ভাই )
আজ ভোর ০৫:২০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যুতে এলাকাবাসী শোকাভূত
তার আপন জন ও প্রিয়জনদের মধ্যে নেমে এসেছে শোকের কালো ছায়া। তিনি অত্যান্ত শান্ত ও মিশুক মানুষ ছিলেন তাই এলাকাবাসি শোকাহত
তিনি ঢাকা হার্টফাউন্ডশনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঢাকা থেকে লাশ নিয়ে তার বাড়ি পৌছয় দুপুরের পরে। ৪:৩০ মিনিটে আসরের নামাজের পর তার জানাজা নামাজ
অনুষ্ঠিত হয় বামরাইল এ বি এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।
এ সময় জানাজায় উপস্থিত ছিলো, বরিশাল ২ ( উজিরপুর – বানারিপাড়ার) আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য এস সরাফুদ্দিন আহম্মেদ সান্টু।
এছাড়াও উপস্থিত ছিলো উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ-ফ-ম সামসুূদ্দোহা আজাদ।
আরো উপস্থিত ছিলো শাহাবুদ্দিন আকন সাবু।। এছাড়ও বিভিন্ন আলেম ওলামা উপস্থিত ছিলো।







