রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত বোট ডুবে গেলেও এতে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী, শিশুসহ সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শীলছড়িমুখ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বোটটি রাঙামাটি শহর থেকে সুবলং ঝর্ণা ভ্রমণ শেষে ফেরার পথে পানির স্রোতে উল্টে যায়। আশপাশের বোট ও স্থানীয়দের সহায়তায় পর্যটকদের উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, বোটে যাত্রী বেশি ছিল এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়নি। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য






