ইরানের সরকারকে চলমান বিক্ষোভ নিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি দেশটিতে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল রবিবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য নিশ্চিত করেন।
ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানজুড়ে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনসহ তথ্যপ্রবাহ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করার তাগিদও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনে অনুযায়ী মত প্রকাশ, সাংগঠনিক কার্যক্রম ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মানিত ও সুরক্ষিত করতে হবে।’
ইরানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য হঠাৎ কমে যাওয়ায় ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দূরাবস্থার কারণে গত ডিসেম্বরের শেষ থেকে বেশ কিছু শহরে বিক্ষোভ শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিয়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
ইরানের খামেনি সরকার এই আন্দোলনের কথা স্বীকার করে অর্থনৈতিক সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। তবে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছে।
গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দেশবাসীকে ঐক্য রক্ষা করার আহ্বান জানান। একই সঙ্গে, কিছু বিক্ষোভকারী বা ‘দাঙ্গাকারী’ মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
চলমান বিক্ষোভে পুলিশ ও সরকারের ভাষ্য অনুযায়ী ‘দাঙ্গাকারীদের’ মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিভিন্ন উৎস থেকে নিহতের সংখ্যাও প্রকাশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা জানা যায়নি।
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড






