স্টাফ রিপোর্টার
খান মেহেদী
ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার): সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ কল্যাণপুরের ইস্টার্ন হাউজিং–২ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ নাসির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি .২২ রাইফেল, ২টি বিদেশি পিস্তল ও বিদেশি মদের বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড






