স্টাফ রিপোর্টার মেহেদী হাসান
আইএফআইসি ব্যাংক পিএলসি, বরিশাল শাখার উদ্যোগে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য—
“প্রবাসী অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।”
দিবসটি উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত জাতীয় প্রবাসী মেলা ও র্যালিতে আইএফআইসি ব্যাংক পিএলসি, বরিশাল শাখা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিদেশে যেতে আগ্রহী অভিবাসন প্রত্যাশীদের সঠিক নিয়ম অনুসরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং নিরাপদ উপায়ে বিদেশ যাত্রার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠাতে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারের সুবিধা, নিরাপত্তা ও সহজ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সঙ্গে যৌথভাবে প্রবাসগামী কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে “রেমিটেন্স থ্রু লিগ্যাল চ্যানেল” বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের সারাদেশে অবস্থিত ১৪০০-এর অধিক শাখা ও উপ-শাখার মাধ্যমে প্রবাসীরা বিদেশ থেকে সহজেই রেমিটেন্স পাঠাতে পারছেন। ফলে প্রবাসীদের স্বজনরা নিকটস্থ আইএফআইসি ব্যাংক শাখা থেকেই নিরাপদ ও দ্রুত উপায়ে রেমিটেন্সের অর্থ সংগ্রহ করতে পারছেন।
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড






