কাজিরহাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাবিউল হাসান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কাজিরহাট থানার সাংবাদিক নেতা ও মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক জনাব তারেক হোসেন।
সাক্ষাৎকালে তিনি বলেন, নতুন ওসির আগমনে কাজিরহাট থানায় সততা, পেশাদারিত্ব ও মানবিক পুলিশিং আরও সুদৃঢ় হবে। সমাজের মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে মানবাধিকার সংস্থা সবসময় পাশে থাকবে।
নতুন ওসির দায়িত্ব পালনে রইল আন্তরিক শুভকামনা ও সফলতা কামনা।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড






