প্রতিদিনের মতো আজ ২০ অক্টোবর নৌ পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিনের নেতৃত্বে পাশাপাশি মোঃ হাসানাত জামান নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নদীতে অভিযান চালানো হয়। উক্ত অভিযানে জেলেদের জাল সহ এক মনের মত ইলিশ মাছ জব্দ করা হয়। উক্ত অভিযান শেষ করার পরে ২০ শেষ অক্টোবর রাত আট টায় লঞ্চঘাটঅস্ত নৌ-পুলিশের নিজস্ব কার্যালয় নৌ পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন পাশাপাশি মোঃ হাসানাত জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিতিতে ইলিশ মাছ গুলো মাদ্রাসা ও এতিমখানায় নৌ পুলিশ সুপারের নিজ হাতে প্রদান করেন
পাশাপাশি গরিব-দুঃখী যারা ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের মধ্যে বিলি করে দেন। পরবর্তীতে যে জালগুলো জব্দ করা হয়েছে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় সবার সামনে। তিনি সংগ্রামী বাংলার প্রতিবেদককে বলেন এই অভিযান ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২১ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে যেন জেলারা মাছ ধরা থেকে বিরত থাকে। কোন ধরনের মা-ইলিশ কে অথবা ঝাটকা ধরতে পারবেনা। এটা নৌ-পুলিশের অঙ্গীকার বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন একটা মা ইলিশ কে বাঁচাতে পারলে কোটি কোটি ইলিশ মাছ নদীতে জন্ম নেবে। মাছে পানিতে সমান হয়ে যাবে। তাই যেভাবেই হোক জেলেদের প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন নৌ পুলিশ সব সময় তৎপর, ২৪ ঘন্টার জন্য তৎপর রয়েছে নৌ-পুলিশ যাতে করে জেলেরা নদীতে নামতে না পারে।
J h sumon
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড