বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরবহনকারী এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে শারমিন আক্তার (২৭ ) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে বরিশাল লঞ্চঘাটে নোঙর করা কুয়াকাটা ২ লঞ্চের নিচতলার ইঞ্জিন রুমের পিছনে লস্কর কেবিন থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, মৃত নারীর বর্তমান পরিচয়, কুনিপাড়া, ঢাকা পলিটেকনিক্যাল, তেজগাঁও শিল্প এলাকা। তার পিতার নাম মো. এনায়েত হোসেন।
লঞ্চের লস্কর হেলাল শিকদার ও জসিস সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে ঢাকার সদরঘাটে থামানো কুয়াকাটা-২ লঞ্চে উঠে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ১৭০০ টায় লস্কর কেবিন ঠিক করে।
শুক্রবার ভোর পৌনে ৫ টা দিকে লঞ্চটি বরিশালে পৌঁছালে কেবিন থেকে চাবি আনতে যাই। প্রথমে কেবিনের বাইরে থেকে তালা মারা দেখলে ফিরে আসি। কতক্ষণ পর আবার চাবি আনতে গেলে কোথাও তাদের পাওয়া না গেলে লঞ্চের সুপারভাইজার নরেশ বাবুকে জানাই। সে নৌ থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে কেবিনের তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান জানান, সকালে খবর পেয়ে লঞ্চের কেবিন থেকে তালা ভেঙে শারমিন আক্তার নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে লঞ্চের স্টাফদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সিসি ক্যামেরা ফুটেজ যাচাই বাছাই করছি।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড