বরিশালের উজিরপুরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বাড়ির লোকজনের হাত, পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল লুটে নিয়ে যায় ডাকাতেরা। বুধবার রাত তিনটার দিকে বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ওসি মৃত সহিদুল ইসলাম সরদারের বাড়িতে কেচিগেটের তালা ভেঙে ঘরে প্রবেশ ডাকাত দলটি। খবর পেয়ে বুধবার রাতেই সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেচিগেটের তালা ভেঙে ঘরে প্রবেশ ডাকাতেরা করে ওসির ছেলে সাইফুল ইসলাম মিলন (৩৫), শ্যালক ফাহাদ সরদার (২০) ও ছেলের স্ত্রী রেশমা আক্তারকে (২৪) অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং পরক্ষণে তাদের হাত, পা বেঁধে রাখে। এসময় ঘরে থাকা ৮ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার গহনা, ৩টি মোবাইল সেট ও নগদ ৫হাজার টাকা লুটে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড