পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংকটে পড়তে পারে লঞ্চ এমন শঙ্কা উড়িয়ে দিয়ে যাত্রীতে টইটম্বুর ১৪ লঞ্চ পৌঁছলো বরিশাল নদী বন্দরে। শুক্রবার (৮ জুলাই) ভোর রাত ২টা থেকে লঞ্চগুলো বরিশালে এসে পৌঁছাতে শুরু করে। রাত সাড়ে ৪টার মধ্যে সবগুলো লঞ্চ এসে পৌঁছে। এ সময়ে যাত্রীতে পূর্ণ হয়ে যায় নদী বন্দর।
কুয়াকাটা ২ লঞ্চের যাত্রী মানিক জানান, আমার মনে হয় ধারণক্ষমতার তিনগুণ বেশি যাত্রী নিয়ে লঞ্চ এসেছে। অনেক যাত্রী বসার জায়গায়ও পায়নি। সিঁড়িতে দাড়িয়ে এসেছে। আরেক যাত্রী ইকবাল হোসেন বলেন, আমি সুরভী ৭ লঞ্চে এসেছি। লঞ্চটির ছাদেও যাত্রী পূর্ন ছিল। এ্যাডভেঞ্জার ১ লঞ্চের যাত্রী হোসনেয়ারা বেগম বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কম ভাড়ায় কয়েকদিন যাত্রী এনেছিল। এখন আবার সেই আগের ভাড়া আদায় করছে। তিনি জানান ডেকে ৩৫০ টাকা করে ভাড়া আদায় করেছে। সুন্দরবন ১১ লঞ্চের যাত্রী মনির হোসেন বলেন, সুন্দরবন ছাড়াও প্রায সবগুলো লঞ্চের যাত্রী ছিল আগের ঈদের মতই। ছাদও ছিল পরিপূর্ন। ডাবল কেবিন ২৪ শ, সিঙ্গেল ১৪ শ টাকা করে ভাড়া নিয়েছে। আর ডেকেও আগের ভাড়া সাড়ে তিনশ’। তারপরও যাত্রীর চা ছিল অস্বাভাবিক। বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তায় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্পেশাল সার্ভিসের প্রথম দিনেই যাত্রী পরিপূর্ণ হয়ে এসেছে সরাসরি রুটের ১০ টি এবং ভায়া রুটের আরো চারটি।
কোতোয়ালি মডের থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, যাত্রীরা যেন হয়রানির শিকার না হন এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ নদী বন্দরে মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম ঘুরে ঘুরে দায়িত্ব পারন করছে। তিনি বলেন, স্পেশাল সার্ভিসের প্রথম দিনেই যাত্রীপূর্ণ হয়ে প্রত্যেকটি লঞ্চ বরিশাল নদী বন্দরে এসেছে। আজকে বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল সরাসরি রুটে মোট ১০ টি লঞ্চ এসেছে। লঞ্চগুলো হলো, এমভি মানামী, সুরভী ৭, সুরভী ৯, পারাবত ৯, পারাবত ১২, সুন্দরবন ১১, কুয়াকাটা ২, এ্যাডভেঞ্জার ৯, এ্যাডভেঞ্জার ১ এবং কীর্তনখোলা ২। এছাড়া চারটি ভায়া লঞ্চ নদী বন্দরে যাত্রী নামিয়েছে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড