সন্ধ্যা ৬:০৮ ; সোমবার ; ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সবার আগে বলেছে বিএনপি সংস্কারের কথা : মির্জা ফখরুল   চার বছরের শিশু ধর্ষণের ১১ দিন পর মামলার ধর্ষক গ্রেফতার   চাকরিজীবীকে অপহরণ, মুক্তিপণ আদায় বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে   দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে   সরকারি খাসজমিকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে ২০ জন আহত   অবৈধ স্থাপনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ   ভূল চিকিৎসায় ঝড়ে গেল তাজা প্রাণ   সৎ মা কর্তৃক শিশু কন্যাকে বিষ পান করিয়ে হত্যা   আজব ঘটনা স্যান্ডেল হারানো কেন্দ্র করে তুলকালাম   সীমান্তে উত্তেজনা জরুরি বৈঠক করে মহিলাদের উদ্ধার   ঝিনাইদহ জেলা জজ কোর্টের সাবেক জিপি জেল হাজতে   পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ :-   ঝিনাইদহে তিন জনকে গুলি করে হত্যার নেপথ্যে   ঝিনাইদহে শৈলকুপার রামচন্দ্রপুর তিন জনকে গুলি করে হত্যা   পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম: স্বরাষ্ট্র উপদেষ্টা   জাহাঙ্গীর আলম গ্রেফতার সাবেক স্বাস্থ্য সচিব   আহত অন্তত ২০ কুয়েটে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ   আড়াই লাখ গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি,লুট হওয়া ১৪০০ অস্ত্র   ডেভিল হান্টে গ্রেপ্তার ২ বরিশালে অপারেশন   ডেভিল হান্টে ১৪ জন আটক ভোলায় অপারেশন

ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে :- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

Shongrami Bangla
৭:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প ও বাণিজ্যে নদী, জলাশয় এবং ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে দাম নিতে চায় সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বুধবার পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) পরিচালনা বোর্ডের ১৭তম সভায় শিল্প ও বাণিজ্যিক খাতে ব্যবহৃত পানির রাজস্ব বা রয়্যালিটি নির্ধারণ নিয়ে রাজধানীর ওয়ারপো ভবনে বোর্ড সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পানির রাজস্ব নির্ধারণ নিয়ে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন , শিল্প ও বাণিজ্যে নদী বা গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম একটা মূল্য নির্ধারণ করা যায় কি না , তা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবাই সম্মত হলে শিল্প-বাণিজ্যে পানি ব্যবহারের ক্ষেত্রে একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন , কোন এলাকায় কতটি টিউবওয়েল আছে এর সঠিক তথ্য থাকা দরকার। এছাড়া কোন এলাকায় কী পরিমাণ টিউবওয়েল প্রয়োজন তা নির্ণয় করে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। বড় পুকুর বা দিঘি থেকে বাড়িতে পানির লাইন দিয়ে পানি সরবরাহ করলে ভূগর্ভস্থ পানির চাপ কমবে। গভীর নলকূপ বসানোর ক্ষেত্রে আইনের ব্যত্যয় হলে আইনের আওতায় শাস্তি পেতে হবে। সভায় ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিতের কথা জানানো হয়। অতিরিক্ত টিউবওয়েল ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে , যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। বিদ্যমান গভীর নলকূপ বসানোর ক্ষেত্রে আইনের সঠিক বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , সভায় ওয়ারপো মহাপরিচালক ও বোর্ড সদস্য সচিব মোঃদেলওয়ার হোসেন প্রতিষ্ঠানের কার্যাবলি তুলে ধরেন।তিনি জানান , পানিসম্পদের উন্নয়নে পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ মহাপরিকল্পনা প্রণয়ন; বিজ্ঞানভিত্তিক ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কিত জাতীয় কৌশল ও নীতিনির্ধারণ; উন্নয়ন, ব্যবহার ও সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে পরামর্শ প্রদান; উন্নয়ন , ব্যবহার ও সংরক্ষণে নিয়োজিত যে কোনো প্রতিষ্ঠানের সমীক্ষা পরিচালনায় সহযোগিতা ও প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে বিশেষ সমীক্ষা পরিচালনা করা; উন্নয়ন , ব্যবহার ও সংরক্ষণে নিয়োজিত কোনো প্রতিষ্ঠানের নেওয়া ব্যবস্থা থেকে উদ্ভূত বিষয়ের মূল্যায়ন ও পর্যালোচনা করা এবং ওই বিষয়ে পরামর্শ প্রদান; পানিসম্পদের ব্যবহার সংক্রান্ত শিক্ষা , প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়ন; সরকারের অনুমোদনে আন্তর্জাতিক সেমিনার , সম্মেলন ও কর্মশালার আয়োজন ও পরিচালনা ছাড়াও সরকারের দেওয়া পানিসম্পদ বিষয়ক অন্যান্য দায়িত্ব পালন করে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা।সভায় পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে