শুক্রবার সকাল দশটায় কবি, গবেষক, লেখক ও সাহিত্যিক মু.আল আমিন বাকলাই এর প্রাণবন্ত উপস্থাপনায় প্রিয় কবি তালুকদার লিটন ভাই এর দ্বিতীয় কাব্য গ্রন্থ “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ” এর উপর আলোচনা ও পাঠোদ্ধর অনুষ্ঠিত হয় ঝালকাঠি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দেশীভোজ রেস্টুরেন্টে এ উপস্থিত ছিলেন উক্ত জেলার চারটি উপজেলা থেকে আগত কবি, সাহিত্যেক, লেখক ও গবেষকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নিজে আমন্ত্রিত হতে পেরে এবং আলোচনায় অংশ নিতে পেরে ধন্য মনে করছি। কাব্য গ্রন্থটিতে কবির দেশ প্রেম, মানবতার জয়গান, সমাজের নানা অসঙ্গতিতে তার হৃদয় ক্ষরণ ও রোমান্টিকতার ছোঁয়া পাওয়া যায়। কবি তার বক্তব্যে সাদাকে সাদা ও কালোকে কালো বলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সম্পাদকীয়, সাব-লিড, সাহিত্য