০৬ অক্টোবর ২০২২ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে, উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা। এ-সময় সভাপতি মহােদয় বিগত মাসের অপরাধ পর্যালােচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরাে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মােঃ আব্দুল ওয়ারেস, এয়ারপোর্ট ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারবৃন্দ।