শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ- এই স্লোগান নিয়ে ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সকল প্রশিক্ষণার্থী ও সম্মানিত প্রশিক্ষকবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকর্ম প্রদর্শনী ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক,বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার। শুরুতে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষানীতির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে সকল শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক, বরিশাল মহোদয়।