বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য উন্নত টেকসই নগর গড়ি – এই স্লোগান নিয়ে ০৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসন বরিশাল ও গণপূর্ত বিভাগ,বরিশালের আয়োজনে “বিশ্ব বসতি দিবস- ২০২২” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল জনাব প্রশান্ত কুমার দাস। শুরুতে বর্ণাঢ্য এক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।