প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’- এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর, শুক্রবার সকাল ১০টায় বিভাগীয় ও জেলা প্রশাসন, বরিশালের সহযোগিতায়, বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়, বরিশাল এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে অনুষ্ঠানটির প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও সভাপতি জেলা প্রশাসক,বরিশাল দিবসটির শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘বিশ্ব ডিম দিবস ২০২২’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বরিশাল জনাব খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক,বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার।