বরিশালে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহতদের মাঝে ১ কোটি ৪১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা হতে বেসরকারি প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে ৮ লক্ষ টাকা করে (১৭জন) এবং ৪ লক্ষ টাকা করে (০১জন) মোট ১৮ জনকে ১ কোটি ৪১ লক্ষ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার।