বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন-এবারের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১৬ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন, বরিশাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ চত্বরে ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দারসহ আমন্ত্রিত অতিথিরা বর্ণাঢ্য এক র্যালি বের করেন, যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।