বরিশালে চোখের সুরক্ষা এবং চোখের স্বাস্থ্য সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) রূপান্তরের উদ্যোগে সোমবার নগরের বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি শাহ সাজেদা, দ্যা হলোস ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোসাব্বির আলম ও প্রোগ্রাম ম্যানেজার একেএম বদরুল হক এবং রুপান্তরের পরিচালক মো. মিজানুর রহমান পান্না, বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী, দক্ষতা উন্নয়ন সমন্বয়কারী ঝুমু কর্মকার ও অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুর-ই-আজম হায়দারী উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থায়ন করে দ্যা ফ্রাইড হলোস ফাউন্ডেশন ও নুর ডুবাই। অনুষ্ঠান শেষে চোখের সচেতনতা ও ছানি পড়া বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এসময় বিজয়ী তিন জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজমাধ্যম পটগান, গম্ভীরা এবং নাটকের মাধ্যমে চোখের ঝুঁকিপূর্ণ কাজ, চোখের নানা রোগের বিষয়ে ও চোখের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য